Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রেক্সিট ইস্যুতে আরো ৬ মাস সময় পেলেন থেরেসা মে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ১০:৪৪ AM

bdmorning Image Preview


ব্রেক্সিট কার্যকর করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে আরও ছয় মাস সময় দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বুধবার বিকালে ইইউ সদর দফতরে ব্রেক্সিট ইস্যুতে তেরেসা মে আরও সময় চেয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করেন।

তার এই অনুরোধে ইইউয়ের ২৭ দেশের নেতারা নিজেদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন। আলোচনার পর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সময় বাড়ানো হয়।

তবে জুন মাসে ব্রেক্সিটের বিষয়ে কতটা অগ্রগতি হয়েছে তা পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন।

গত ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর করার কথা ছিল। সেটি কার্যকর করতে না পারায় ১২ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের একের পর এক প্রস্তাব বাতিল হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে।

বুধবার ব্রাসেলস সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী মে আবেদন করেছিলেন ব্রেক্সিট বাস্তবায়নের সময়সীমা ৩০ জুন পর্যন্ত করার জন্য। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেই সময়সীমা আরও চার মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে।

Bootstrap Image Preview