Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর অনুপস্থিতিতে হারের সব রেকর্ড ছাড়িয়ে গেছে রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১০:৩২ AM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১০:৩২ AM

bdmorning Image Preview


চলতি মৌসুম শুরু হওয়ার আগে রিয়ালের সঙ্গে নয় বছরের সম্পর্ক ছেদ করে জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ান রোনালদো। রিয়ালের ইতিহাসে সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি।

তবে রোনালদোর দল ছাড়ার পরই, অনেকটা ব্যাকফুটে চলে যায় রিয়াল। লোপেত্‍গুই, সোলারিকে সরিয়ে মাঝপথে ফের একবার জিদানকে কোচ করে এনেছে রিয়াল। জিদানের দ্বিতীয় ইনিংসে ভ্যালেন্সিয়ার কাছে প্রথম হেরেছে রিয়াল।

চলতি মৌসুমে এমন কিছু অনভিপ্রেত রেকর্ড করেছে রিয়াল, যা শেষ নয় বছরে রোনালদো থাকাকালীন দেখা যায়নি। অর্থাত্‍ রোনালদোর অনুপস্থিতিতে রিয়াল যে অনেকটাই বেকায়দায় তা স্পষ্ট।

যেমন, রোনালদো থাকাকালীন কোনো মৌসুমে ১১টি ম্যাচের বেশি হারেনি রিয়াল। তবে চলতি মৌসুম ইতিমধ্যেই ১৫টি ম্যাচ হেরেছে রেয়াল। এখনও একমাসের বেশি ফুটবল বাকি।

২০০৯-১০ মৌসুমে সাতটি ম্যাচ হেরেছিল রিয়াল, ২০১০-১১ মৌসুমে ছয়টি ম্যাচ, ২০১১-১২ মৌসুমে পাঁচটি ম্যাচ, ২০১২-১৩ মৌসুমে ১১টি ম্যাচ, ২০১৩-১৪ মৌসুমে ছয়টি ম্যাচ, ২০১৪-১৫ মৌসুমে দশটি ম্যাচ, ২০১৫-১৬ মৌসুমে দশটি ম্যাচ, ২০১৬-১৭ মৌসুমে দশটি ম্যাচ এবং ২০১৭-১৮ মৌসুমে নয়টি ম্যাচ।

রোনালদো থাকাকালীন শেষ নয় মৌসুমে মধ্যে আটটি মৌসুমেই ঘরোয়া লিগে একশোর বেশি গোল করেছিল রিয়াল মাদ্রিদ। আর চলতি মৌসুমে এখনও পর্যন্ত মাত্র ৫৩টি গোল করেছে তারা।

Bootstrap Image Preview