Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিছিয়ে পড়েও সালাহের গোলে টেবিলের শীর্ষে ফিরল লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


ইপিএলের খেতাবি লড়াই প্রতিটা রাউন্ডেই বদল হচ্ছে শীর্ষ স্থান ধরে লড়াইয়ে থাকা ম্যানসিটি এবং লিভারপুলের মধ্যে। একেকদিন একে অপরকে টপকে শীর্ষে পৌঁছে যাচ্ছে তারা। কেউ কাউকে ছাড়তে রাজি নয়। চলতি সপ্তাহে ঘরের মাঠে জয় পেয়ে ফের একবার লিগ শীর্ষে পৌঁছে গিয়েছিল ম্যানসিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এসটি. ম্যারি স্টেডিয়ামে গতকাল লিভারপুলকে আমন্ত্রণ জানায় সাউদাম্পটন। গত সেপ্টেম্বরে এই দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল লিভারপুল। এবারও তাদের মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে অলরেডসরা।

শুক্রবার গভীর রাতে অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমেছিল লিভারপুল। তবে খেলার শুরুতেই সাউদামটনের বিরুদ্ধে পিছিয়ে পড়ে তারা। চাপ রাখলেও গোল আসছিল না। অবশেষে বিরতিতে যাওয়ার দশ মিনিটে আগে কেইতার গোলে সমতা ফেরায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে চাপ থাকলেও, জয়সূচক গোল পাচ্ছিল না ক্লপের ছেলেরা। মনে হচ্ছিল সেহ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই থাকতে হবে লিভারপুলকে। কিন্তু ছয় মিনিটের ব্যবধানে জোড়া গেল পেয়ে ফের লিগ শীর্ষে তারা। ৮০ মিনিটে গোল সালাহ-র। এবং এর ছয় মিনিট পরে ব্যবধান বাড়ান হেনডারসন। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ৫০টি গোল হয়ে গেল সালাহের।

এই ম্যাচ পর ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৮০।

Bootstrap Image Preview