Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর অনুপস্থিতিতে তাকে টপকালেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


মেসি, রোনালদোকে নিয়ে নতুন কিছু বলার নেই। গত এক দশকেরও বেশি ধরে বিশ্ব ফুটবলকে শাসন করছেন তাঁরা। নিত্যদিনই নতুন রেকর্ড গড়ছেন এবং ভাঙছেন। এই মুহূর্তে দু'জনেই বয়সে তিরিশের গণ্ডি পেরিয়েছেন। কিন্তু তাঁদের গোল খিদে অব্যাহত।

মেসি বার্সেলোনায় থেকে গেলেও, রোনালদো রেয়াল ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছেন। নতুন মৌসুমে দু'জনেই ছন্দে রয়েছেন। ইতালিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে রয়েছেন রোনালদো। অন্যদিকে লা লিগায় শীর্ষে রয়েছেন মেসি।

গেল মাসের শেষ দিকে দুজনেই গিয়েছিলের নিজ নিজ দলের হয়ে খেলতে। তবে দুর্ভাগ্যবশত দুজনেই ইনজুরি সাথে নিয়ে ফেরেন। ইনজুরি থেকে মেসি ফিরতে পারলেও এখনো অনিশ্চিত রোনালদোর প্রত্যাবর্তন। এই সুযোগ তিন ম্যাচে চার গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোকে টপকে গেলেন মেসি। 

গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে মাঠে নেমেছিলেন মেসি। এই ম্যাচের ৯০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেন তিনি। এরপর যোগ করা সময়ে সুয়ারেজের গোলে ৪-৪ গোলের সমতা নিয়ে মাঠ ত্যাগ করেন মেসিরা। 

এই ম্যাচেই ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাস মিলিয়ে বর্তমানে রোনালদোকে ছাড়িয়ে গেছেন তিনি। ১৫ মৌসুমে ৪৪৬ ম্যাচে তাঁর মোট গোলসংখ্যা ৪১৪। তিার প্রতিদ্বন্দ্বি রোনালদো লা লিগায় রিয়াল, ম্যানইউ-তে থাকাকালীন ইপিএলে গোল করেছিলেন ৮৪ আর বর্তমানে তার ক্লাব জুভেন্টাস মিলেয়ে মোট ৫১৪ ম্যাচে করেছেন ৪১৪ গোল।

শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতারা:

খেলোয়াড়

মোট ম্যাচ

মোট গোল

লিওনেল মেসি

৪৪৬

৪১৫

ক্রিস্টিয়ানো রোনালদো

৫১৪

৪১৪

জিমি গ্রেভস

৫২৯

৩৬৬

গার্ড মুলার

৪২৭

৩৬৫

স্টিভ ব্লুমার

৫৯৯

৩১৭

Bootstrap Image Preview