Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অজগর সাপ প্যান্টের মধ্যে ঢুকিয়ে পালাল চোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৭:৫৯ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চোর চুরি করবে এটাই স্বাভাবিক। তাই বলে সাপ? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের রকউডের মিশিগানে।

জানা গেছে, পোষ্য প্রাণী কেনার দোকান থেকে ওই চোর একটি ৪ ফুট আকৃতির অজগর চুরি করে প্যান্টের ভিতর ঢুকিয়ে পালিয়েছে। ওই দোকানের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তিকে ‘আই লাভ মাই পাইলস’ স্টোরের খাঁচা থেকে সাপটি তুলে সেটা তার প্যান্টের মধ্যে ঢুকিয়ে দোকান থেকে বের হয়ে যেতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, চুরি যাওয়া ওই সাপটি বল পাইথন প্রজাতির যার নাম রাখা হয়েছিল পাস্তা। স্টোরের কর্মচারীরা যখন দেখেন পাস্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তাদের ধারণা হয়েছিল নিশ্চয়ই কোনও ফাঁক দিয়ে সাপটি বেরিয়ে গেছে। এজন্য তারা দোকানের আশপাশেও খুঁজতে শুরু করেন।

অবশেষে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, একজন ক্রেতা ওই দোকান থেকে একটি ইঁদুর কেনেন। আর বের হওয়ার আগে অজগরটি চুরি করে নিয়ে যান। 

ফেসবুক পোস্টে ওই দোকানের কর্মচারী এমিলি স্কাইভ ঘটনাটির ফুটেজ শেয়ার করেন। সেখানে তিনি লেখেন ‘কেউ একজন আমাদের সুন্দর বল অজগরকে চুরি করে পালিয়েছে। যেদিন অজগরটা এখানে নিয়ে আসা হয়, সেইদিনই এটা চুরি হয়ে যায়।যদি আপনার কাছে কোনও তথ্য থাকে বা এই ব্যক্তিটিকে চেনেন তবে দয়া করে আমাদের অথবা রকউড পুলিশ বিভাগকে সতর্ক করুন, ধন্যবাদ’।

দোকানের সিসিটিভিতে ধারণ করা ওই ভিডিওটি এরই মধ্যে অনেকেই দেখেছেন। ওই দোকানের এক কর্মচারী মন্তেব্য লিখেছেন, অজগর সাপটা চুরি করে কোথায় রাখা হযেছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন । কারণ ক্ষুধার্ত হলেই অজগরটি আরও আক্রমণাত্মক হয়ে যায়।

শেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত চুরি যাওয়া সেই অজগরটিকে উদ্ধার করা যায়নি। এ প্রসঙ্গে এমিলি স্কাইভ ফেসবুকে লিখেছেন, ‘যে কেউ চাইলে বল অজগর ১০০ ডলারেরও কম দামে কিনতে পারবেন। এই দোকানে হাজার ডলারেরও বেশি দামের অজগর রয়েছে। এজন্য ঠিক কি কারণে ওই লোকটি সাপটি চুরি করলো বুঝতে পারছি না।’ সূত্র : এনডিটিভি, মেইল অনলাইন

Bootstrap Image Preview