Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাককানইবিতে স্বাধীনতা দিবসে স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

নিহার সরকার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৯:২৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৯:২৮ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস-২০১৯ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাগান চত্বরে স্থিরচিত্র প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় এর ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১টা থেকে প্রদর্শনী উন্মুক্ত করা হয়। প্রদর্শনীতে ২৬টি ছবি স্থান পায়।  

সংগঠনটির সভাপতি মাছিরুল ইসলাম ইভান বলেন, ২৬ মার্চ শহীদদের স্মরণ করে ২৬টি ছবি প্রদর্শন করা হয়েছে। আগামীকাল ২৭ মার্চ পর্যন্ত চলবে এ প্রদর্শনী। 

অন্যদিকে, সকাল ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের শহীদদের প্রতি 'চির উন্নত মম শির' এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পরে সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধার সন্তান কতৃক আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরনী করা হয়।

সর্বশেষ রাত ৮টায় রেডক্লিফ লাইন নাটক মঞ্চস্থ হয় বিশ্ববিদ্যালয় এর গাহি সাম্যের গান মঞ্চে।  

 

 

Bootstrap Image Preview