Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বর্জনের ঘোষণা

আদিব হোসাইন, বেরোবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখকে বর্জনের ঘোষণা দিয়েছে বিগত কমিটিতে থাকা সম্মিলিত ছাত্রলীগের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণকালে এ ঘোষণা দেন তারা। 

ফয়সাল আজম ফাইন, রুবেল, মৃতিশ, মামুন, সবুজ ও মঞ্জুরুল হকসহ বিগত কমিটিতে থাকা নেতাকর্মীদের নেতৃত্বে নবীনদের শুভেচ্ছা জানিয়ে বিশাল আনন্দ মিছিল বের করেন তারা। মিছিল শেষ করে নেতারা তাদের ক্ষোভ আর হতাশার কথা ব্যক্ত করে বক্তব্য দেন।

বেরোবি শাখা ছাত্রলীগের পরিকিল্পনা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, ১৭ সালের ৪ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে একটি কমিটি গঠন করা হয়। কিন্তু দুঃখের বিষয় আজ ২ বছর হলেও কমিটি এখনো পূর্ণাঙ্গতা পায়নি। সভাপতি আর সাধারণ সম্পাদকের মধ্যেই সীমাবদ্ধ আছে। এতে করে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সৃষ্টি হচ্ছে হতাশা। 

তিনি আরও বলেন, বেরোবির বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আমরা বর্জন করছি। এই কমিটিকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্রলীগের এই নেতা।  

এসময় আরো বক্তব্য দেন বাপ্পি, জিসান, সুব্রতসহ উপস্থিত বিভিন্ন নেতাকর্মী। 

এ বিষয়ে জানতে চাইলে বেরোবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, যে কেউ জয়বাংলা শ্লোগান দিতেই পারেন কিন্তু সবাই বঙ্গবন্ধুর আদর্শ লালন করেনা। যারা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা সভাপতি ও আমাকে পছন্দ করেনা। তারা বর্জন করার কেউ না। বর্জনের প্রয়োজনবোধ করলে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

দুই বছর পার হলেও ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কেন্দ্রে ১ বছর আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকার দিয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগ যখন মনে করবেন কমিটি দেয়া দরকার তখন দিবেন।

সম্মিলিত মিছিল শেষ করে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন তারা।


 

Bootstrap Image Preview