Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুবিতে স্বাধীনতা দিবস পালিত

আসিফ অনিক, খুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরেও যথাযথ উৎসাহ-উদ্দীপনা, কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৬টায় শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে পতাকা উত্তোলন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে অদম্য বাংলায় শোভাযাত্রা শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমনসহ বিভিন্ন স্কুলের ডিন এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন, হলসমূহ, খুবি শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষকপরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিতর্কবিষয়ক সংগঠন নৈয়ায়িকের উদ্যোগে উন্মুক্ত বিতর্কের আয়োজন করা হয়।

এছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রপ্রদর্শনীর আয়োজন করে খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (KUPS)।

বিকাল ৪টায় অদম্যবাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো গান, নাচ, নাটক, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে।

Bootstrap Image Preview