Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিরে এসো মা, বলিউড নায়কের আর্তনাদ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০২:০০ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মা, তুমি ফিরে এসো। কেমনে বাঁচিবো আমি তুমি ছাড়া? তুমি ছাড়া পৃথিবীটা অসার, মনে হয় লৌহ কারা। - বুক জুড়ে হাহাকার। মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই। মাকে হারানো সন্তানের আর্তনাদের কি কোনো প্রতিশব্দ আছে? হয়তো নেই, হয়তো আছে। মায়ের মৃত্যুবার্ষিকীতে এক বুক হাহাকার ছড়ালেন বলিউড তারকা অর্জুন কাপুর!

মায়ের মৃত্যুর আগে মুক্তি পায়নি অর্জুন কাপুরের প্রথম সিনেমা ‘ইশকজাদে’। মুক্তির অপেক্ষা করছিলেন। সেই আনন্দযাত্রার সঙ্গী হতে পারেননি তার মা মোনা শৌরি কাপুর। ২০১২ সালে কর্কট রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অর্জুনের মা। সপ্তম মৃত্যুবার্ষিকীতে অশ্রুসিক্ত নয়নে মাকে স্মরণ করলেন এ বলিউড সুপারস্টার। 

গতকাল সোমবার ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে তোলা ছোটবেলার একটি স্থিরচিত্র শেয়ার দিয়ে অর্জুন লিখেছেন হৃদয় ভারাক্রান্ত করা লেখেন, ‘আমার হাসি ছিলে তুমি। তুমি যেখানেই থাকো না কেন, আশা করি, এখনো হাসিমুখেই আছ। সাত বছর হয়ে গেল তুমি ছেড়ে গেছ। তোমার সকল সন্তান অপেক্ষায়। ফিরো এসো, প্লিজ,’ মায়ের উদ্দেশে লেখেন অর্জুন। খবর- হিন্দুস্তান টাইমস।

অর্জুনের বোন অংশুলাও সামাজিক মাধ্যমে লিখেছেন হৃদয়ছোঁয়া নোট লিখেছেন, সময় একটুও বদলায়নি। তোমাকে ভালোবাসি, প্রতিদিন মিস করি, মা। সাত বছর হলেও তোমার আলিঙ্গন টের পাই, তোমার হাসি শুনতে পাই, তোমার হাত ছুঁতে পারি’। 

বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা। পরে তিনি বিয়ে করেন প্রয়াত শ্রীদেবীকে। গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীদেবীও মারা যান। অর্জুন ও অংশুলা তাঁদের দুই বোন জাহ্নবী ও খুশি কাপুরকে সব সময় দেখভাল করেন।

অর্জুন কাপুরকে আগামীতে আশুতোষ গোয়ারিকারের ইতিহাস-আশ্রিত সিনেমা ‘পানিপথ’-এ দেখা যাবে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কৃতি শ্যানন ও সঞ্জয় দত্ত।

Bootstrap Image Preview