Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নতুন কমিটির অভিষেক ২৭ মার্চ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১০:৫০ PM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ১০:৫০ PM

bdmorning Image Preview


দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের (রুকসু) অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ মার্চ নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে কলেজটিতে নানা প্রস্তুতি ও ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবমুখর আবেশ বিরাজ করছে।

কলেজ সূত্রে জানা যায়, অভিষেক অনুষ্ঠানে ছাত্রলীগ মনোনীত রুকসুর নতুন নির্বাচিত মারুফ-সজল-গোপাল পরিষদের শপথ গ্রহণ ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করা হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিরাজগঞ্জ-২ থেকে নির্বাচিত এমপি অধ্যাপক ডাঃ হবিবে মিল্লাত (মুন্না), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-আর-রশিদ, ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান প্রমুখ।

একাধিক সূত্র জানায়, রুকসুর নির্বাচিত নতুন কমিটির শপথ গ্রহণ শেষে কলেজটির শহর ক্যাম্পাসে এক উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে মঞ্চ মাতাবেন নগরবাউল খ্যাত শিল্পী জেমস, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্নিমা, চিত্রনায়িকা পপি, কনা, ইমরান, মেহজাবিন, বিদ্যা সিনহা মীম, চাঁদনি, ইমন, শাওন ও সজলসহ (মীরাক্কেল) প্রখ্যাত তারকারা।

উল্লেখ্য, গত মাসের ২৭ ফেব্রুয়ারি বুধবার দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগ মনোনীত মারুফ-সজল-গোপাল পূর্ণ প্যানেল জয়লাভ করে।

Bootstrap Image Preview