Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসির প্রত্যাবর্তনে আর্জেন্টিনার ৩-১ গোলের লজ্জার হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৯:৫৯ AM
আপডেট: ২৩ মার্চ ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


২৫৬ দিন পর আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে আবারো হারের স্বাদ পেলেন লিওনেল মেসি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার কাছে ১-৩ গোলে হেরেছে তার দল।

অ্যাতলেটিকো মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটনে শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে মাত্র ৬ মিনিটেই গোল হজম করে বসে আর্জেন্টিনা।

গোল পরিশোধে মরিয়া আর্জেন্টিনা মেসির কাঁধে ভর করে দারুণ কিছু আক্রমণ করলেও সাফল্য পায়নি। বিরতির আগে ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান বাঁড়ায় মিডফিল্ডার জন মুরিলো। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দে ফেরে। মাঠের খেলায় শুরু থেকে আধিপত্য দেখানো আর্জেন্টাইনরা ৫৯ মিনিটে মার্টিনেজের গোলে ব্যবধান কমায়।

উল্টো ম্যাচের ৭৫তম মিনিটে আর্জেন্টাইনদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোসেফ মার্টিনেজ। ডি-বক্সের মধ্যে ফরোয়ার্ড দারউইনকে আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফইথ ফাউল করলে পেনাল্টি পায় ভেনেজুয়েলা। সফল স্পটকিকে আর্জেন্টিনাকে ম্যাচ থেকে ছিটকে দেন জোসেফ।

Bootstrap Image Preview