Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমার্ধেই খেলবেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ২২ মার্চ ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview


লম্বা বিরতির পর আজ আর্জেন্টিনার জার্সি গায়ে প্রীতি ম্যাচে খেলতে নামছেন লিওনেল মেসি। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা ম্যাটোপলিতানোতে ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটাতে আজ মেসি খেলবেন শুরুর একাদশেই।

আজ মেসির শুরুর একাদশে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনাইন কোচ লিওনেল স্কালোনিই। শুধু তাই নয় দলকে নেতৃত্ব দেওয়ার ভারটাও থাকবে মেসির কাঁধেই। 

এর আগে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলের হারের পর আর্জেন্টিনা দল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন মেসি। পরবর্তী সময়ে আর্জেন্টিনা যে ৬টি প্রীতি ম্যাচ খেললেও একটিতেও ছিলেন না মেসি। সে সময় মেসির অবসরের গুঞ্জনও ওঠে। তবে সেই সব গুঞ্জনকে পেছনে ফেলে আজ আবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে পাঁচ বারের ব্যালেন ডি অর জয়ী লিওনেল মেসিকে। 

আজ শুক্রবার আর্জেন্টিনা-ভেনেজুয়েলার এই ম্যাচটা হবে স্পেনের স্থানীয় সময় সন্ধ্যায়। তবে ম্যাচটা কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে কিনা, সেটা এখনো নিশ্চিত করা হয়নি।

Bootstrap Image Preview