Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে লোকসভা নির্বাচন মূলত মমতা-মোদির লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৭:২৬ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৭:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতে আসন্ন লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে লড়াই। এটা বিজেপির বিভাজনের রাজনীতি থেকে ভারতকে মুক্ত করার লড়াই। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শীর্ষস্থানীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ মন্তব্য করেছেন। 

সোমবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ার একটি জনসভায় তিনি এ কথা বলেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। এই দেশকে বিজেপির হাত থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হতেই হবে সকলকে। 

তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে বিজেপি। 

অভিষেক বলেন, আমাদের নেত্রী মমতা বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন। তার পাশে আমাদের সকলকে থাকতে হবে।

Bootstrap Image Preview