Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিরোপা জিতল কোয়েটা গ্লাডিয়েটর্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:২৯ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview


পাকিস্তান প্রিমিয়ার লিগে শিরোপার স্বাদ পেল সরফরাজ আহম্মেদের কোয়েটা গ্লাডিয়েটর্স। পিএসএলের প্রথম দুই আসরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল কোয়েটাকে। চতুর্থ আসরে এসে শিরোপা স্বপ্ন পূর্ণ হলো দলটির।

পুরো আসরের টুর্নামেন্ট সেরা হয়ছেন কোয়েটার শেষ ওয়াটসন। ১২ ম্যাচে সর্বোচ্চ ৪৩০ রান করেছেন তিনি। এদিকে ম্যাচ সেরা হয়েছেন শোয়েব আকতারের উত্তরসরি হিসেবে মনে করা পেসার হাসনাইন। তিনি এদিন ৩০ রান খরচ করে নেন ৩ টি উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই ইমাম-উল-হকের উইকেট হারায় পেশোয়ার। দলীয় ৩১ রানের সয়য় অন্য ওপেনার কামরান আকমলকে প্যাভিলনে ফেরেন। তার ব্যাট থেকেই আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান।১৫ বল থেকে ১৯ রান করে নেওয়াজের বলে আউট হন তিনি।

এদিন ওমার আমিন দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বল থেকে ৩৯রান করে। ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার। এছাড়া মাকসুদ ২০ ও সামির ১৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৩৮ রানের মাঝারি মানের স্কোর পায় তারা। 

পেশোয়ারকে কম রানের আটকাতে মুক্ষম ভূমিকা নেন মোহাম্মদ হাসনাইন। কোয়েটার ১৮ বছর বয়সি এই পেসার ৪ ওভারে ৩০ রানে নেন ৩ উইকেট। ২৪ রানে ২ উইকেট নেন ডোয়াইন ব্রাভো।

লক্ষ্য তাড়ায় দলীয় ১৯ রানে রান আউটে কাটা পড়েছিলেন শেন ওয়াটসন। তিনি করেন ৭ রান। তবে আরেক ওপেনার আহমেদ শেহজাদ এহসান আলীর সঙ্গে ৪৭ ও রাইলি রুশোর সঙ্গে অবিচ্ছিন্ন ৭৩ রানের দুটি জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

৫১ বলে ৬ চার ও এক ছক্কায় ৫৮ রানে অপরাজিত ছিলেন শেহজাদ। ৩২ বলে ৫ চারে ৩৯ রানে অপরাজিত থাকেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রুশো। এছাড়া ১৮ বল থেকে ২৫ রান করেন হাসান আলী। 

৪ ওভারে ১৯ রান দিয়ে কোয়েটার একমাত্র উইকেটটি নেন ওয়াহাব রিয়াজ।

Bootstrap Image Preview