Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমি দেখছিলাম ও আমাকে বাঁচাতে আসে কিনা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview


ভালোবাসা পবিত্র একটা জিনিশ। অনেকেই এটাকে নানাভাবে দেখে। কেউ কেউ মনে করে ভালোবাসাটা মাত্র ২ মিনিটের একটা পরিক্ষা। এবার অনেকেই মনে করে ভালোবাসাটা বিশ্বাস, যা সারাজীবন দু’জন মানুষকে একসাথে সুখি রাখে।

কিভাবে ভালোবাসার পরিক্ষা করবেন? জ্বলন্ত আগুনে ঝাপ দিয়ে বা চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের জীবনটাকে হারিয়ে? কী করে বোঝা যায়, কতটা ভালবাসেন আপনার ভালোবাসার মানুষটি?

যে যা বলুক ২ মিনিটের পরিক্ষা, যা মানুষের জীবনকে কেড়ে নেয়, তা কখনও ভালোবাসার পরিক্ষা হতে পারে না। এটা এক প্রকার অপরাধ বা আত্মহত্যা। তেমনই একটা ভালোবাসার পরিক্ষা পরখ করার জন্য বোকামি কাণ্ড ঘটিয়ে প্রাণ গেলো চীনা প্রেমিকের।

ঘটনাটি ঘটেছে চীনের ঝিয়াং প্রদেশে। স্ত্রীর ভালবাসা পরখ করতে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েন প্যান নামের এক ব্যক্তি।

ট্রাফিক ক্যামেরার ফুটেজে দেখা যায়, বারবার তাকে টেনে আনার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়ানো যায়নি। শেষ পর্যন্ত ট্রাকের ধাক্কায় জখম হন তিনি৷ ফুটেজে দেখা যায়, ট্রাকের ধাক্কা খাওয়ার পর স্বামীকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান স্ত্রী।

দেশটির পুলিশ অফিসার ঝেং শিয়াও বলেন, প্যান স্ত্রীর ভালবাসা পরীক্ষা করতেই এমন কাণ্ড করেছেন। তার স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম স্বামীকে অ্যাম্বুলেন্সে করে তিনিই হাসপাতালে নিয়ে আসেন।

পুলিশ জানিয়েছে, প্যানের অবস্থা এখনও সঙ্কটজনক। মাল্টিপল বোন ইনজুরিতে ভুগছেন তিনি।

গুরুতর আহত প্যান পুলিশকে বলেন, ‘আমি দেখছিলাম, ও আমাকে বাঁচাতে আসে কিনা।‘

Bootstrap Image Preview