Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার ১১ ঘণ্টা পর মুখ খুললেন ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নৃশংস হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১১ ঘণ্টা পর টুইটারে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন নেতা সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বললেও ট্রাম্পের টুইটে এ সম্পর্কে একটি কথাও বলা হয়নি। খবর- বিবিসি, রয়টার্স, এএফপি ও আলজাজিরার।

এ বিষয়ে ট্রাম্পকে কোনো বিবৃতি দিতে দেখা যায়নি। বিশ্বের সব নেতার প্রতিক্রিয়া ও নিন্দার পর ট্রাম্প টুইটে জানিয়েছেন, মসজিদে ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর নিউজিল্যান্ডের জনগণের প্রতি আমার উষ্ণ সমবেদনা এবং শুভকামনা। মসজিদে ৪৯ জন নিরীহ মানুষ এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় মারা গেলেন, আরও অনেকে গুরুতর আহত হলেন। নিউজিল্যান্ডের পাশে থেকে যুক্তরাষ্ট্র তার সাধ্যমতো সব কিছু করবে। স্রষ্টা সবার সহায় হোন।

My warmest sympathy and best wishes goes out to the people of New Zealand after the horrible massacre in the Mosques. 49 innocent people have so senselessly died, with so many more seriously injured. The U.S. stands by New Zealand for anything we can do. God bless all!

— Donald J. Trump (@realDonaldTrump) March 15, 2019

হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটারেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে নিউজিল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত স্কট ব্রাউন এক টুইটবার্তায় এই হামলার ঘটনায় মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন।

Bootstrap Image Preview