Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যত দ্রুত সম্ভব ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে কিউই বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জঙ্গি হামলা। ঘটনায় কমপক্ষে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

তবে ঘটনার পর আপাতত নিরাপদেই আছে বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান ডেভিড হোয়াইট বলেছেন, ক্রিকেটারদের যত তাড়াতারি সম্ভর দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 

ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে করা টুইট বার্তায় বলা হয়েছে, ‘ক্রিকেট দলের সদস্যরা সবাই টিম হোটেলে ফিরেছে। সবাই নিরাপদে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্বক্ষণিকভাবে দলের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও নিউজিল্যান্ড থেকে জানিয়েছেন, ‘ছেলেদের চোখে মুখে আতঙ্ক থাকলেও সবাই নিরাপদে হোটেলে আছেন।’

হোয়াইট বলেন, ‘এটা ভয়াবহ ব্যাপার। (নিউজিল্যান্ডে) আন্তর্জাতিক খেলাধুলা আয়োজনের কাঠামোই পাল্টে যাবে। মনে হয় সবকিছুই পাল্টে যাবে। নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আমরা গভীরভাবে পর্যালোচনা করে দেখব। নিউজিল্যান্ড নিরাপদ দেশ, সবার এই ধারণাটা এখন থেকে পাল্টে যাবে বলেই মনে করি। আমাদের এখন ভীষণ ভীষণ সতর্ক থাকতে হবে—ক্রীড়াঙ্গন থেকে সবাইকে।’

হোয়াইট জানান, বাংলাদেশ দলকে যত দ্রুত সম্ভব দেশে ফেরার ফ্লাইটে তুলে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। ক্রাইস্টচার্চের বাইরে থাকা নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দেরও তাঁদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুই দলকেই নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। নিউজিল্যান্ড দলের সঙ্গে কথা বলে হোয়াইট জানিয়েছেন, ‘বাকিদের মতো তাঁরাও (নিউজিল্যান্ড দল) ভীষণ ধাক্কা খেয়েছে। নিউজিল্যান্ডের বাকি সবার মতো তাঁরাও ব্যথিত ও আতঙ্কিত।’

Bootstrap Image Preview