Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবে আটক নারীদের মুক্তির আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবে ১০ নারীকে আটক করে রেখেছে সৌদি প্রশাসন। দেশের বিরুদ্ধে কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়।

আটককৃত এসব নারীর ওপর অমানুষিক নির্যাতন করে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বেচলেট। তাই এসব নারীকে মুক্তি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪০তম বৈঠকে বার্ষিক প্রতিবেদন জমা দেয়ার সময় তিনি এ আহ্বান জানান।

বেচলেট বলেন, সৌদি আরবে নির্বিচারে গ্রেফতার ও আটক রাখা হয়েছে কয়েকজন মহিলা মানবাধিকারকর্মীকে। সেখানে তাদের নির্যাতন করা হচ্ছে।

তিনি বলেন, আমি নিজেও চিলির অগাস্টো পিনোচের শাসনের অধীনে এমন নির্যাতনের শিকার হয়েছিলাম।

শান্তিপূর্ণ কর্মীদের এই অত্যাচার স্পষ্টভাবে দেশের ঘোষিত নতুন সংস্কারের বিরোধী। তাই আমি তাদের মুক্তির জন্য জোরালো দাবি জানাচ্ছি, বলেন তিনি।

তবে সৌদি আরবের পক্ষ থেকে এমন নির্যাতনের কথা অস্বীকার করা হয়।

Bootstrap Image Preview