Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকাকে ডুবিয়ে দিয়ে শ্রীলংকার অবিশ্বাস্য ইতিহাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০২ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview


অবিশ্বাস্য এক ইতিহাস গড়লো শ্রীলংকা। উপমহাদেশের প্রথম শক্তি হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় করলো লংকানরা।  ডারবানে প্রথম টেস্টে এক উইকেটে রোমহর্ষক জয়ের পর পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কা জিতল ৮ উইকেটে। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল তারা। 

শ্রীলংকা ঐতিহাসিক এই সিরিজ জয়ে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ১৯৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তৃতীয় উইকেটের জুটিতে ১৬৩ রানের অবিভক্ত পার্টনারশিপ জয় এনে  দেয় শ্রীলংকাকে।

 ওশাদা ফার্নান্দোর অপরাজিত ৭৫ রান ও কুশল মেন্ডিসের অপরাজিত ৮৪ রান আট উইকেটে জয় নিশ্চিত করে শ্রীলংকার।

এর আগে দক্ষিণ আফ্রিকার ২২২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫৪ রানেই শেষ হয়ে যায় শ্রীলংকার ইনিংস।  সুরঙ্গা লাকমলের ৪ উইকেট ও  ধনঞ্জয়া ডি সিলভার ৩ উইকেটে দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে ডু প্লেসিদের ব্যাটিং লাইন আপ। এছাড়াও কসুন রাজিথার ২ উইকেট ও বিশ্ব ফার্নান্দোর এক উইকেটে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস।

Bootstrap Image Preview