Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৩ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২৩ PM

bdmorning Image Preview


বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোররা সমাজের বোঝা নয়। তারা এখন আর পিছিয়ে পড়া জনগোষ্টিও নয়। বরং তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে কর্মপোযোগী হিসেবে গড়ে তুলে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে পারলে তারাও প্রতিযোগী হতে পারে। দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। 

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘নিউরো ডেভলপমেন্টাল চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ বৈশিষ্ট সম্পন্ন শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক, আরটিভির হাতবারিয়ে দাও অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মনিরা ইসলাম প্রমূখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. এম. আবু মো. দেলোয়ার হোসেন। 

অনুষ্ঠানে ডাউন সিনড্রোম, অটিজম, সিপি ও আইডি বৈশিষ্ট সম্পন্ন শিশুরাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকগণ প্রমূখ অংশ নেয়। শেষে মাতৃভাষা রক্ষায় নিরবে জীবন উৎসকৃত ভাষাসৈনিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview