Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে  আমি সুযোগ কম পেয়েছিঃ আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


দীর্ঘ দিন নিষেধাজ্ঞা থাকার পর বিপিএলে অনেক আশা নিয়ে ফিরে ছিলেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।কিন্তু সেই আশা তাঁর পূরণ হয়নি। চরম হতাশায় শেষ হয়েছে তাঁর বিপিএলে ষষ্ঠ  আসর। যার জন্য তিনি হতাশ। আর এই হতাশার একটি বড় কারণ হলো বিপিএলে ম্যাচ খেলতে না পারা।

বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন মাত্র তিনটি ম্যাচ। এই তিন ম্যাচে তাঁর মোট রান ২৫। আরো কিছু ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো কিছু করতে পারতেন বলে মনে করেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

চিটাগংয়ের জার্সিতে আরো কিছু ম্যাচ খেলার সুযোগ পেতেন আশরাফুল। কিন্তু সেই সৌভাগ্য তাঁর হয়ে উঠেনি। কারণ ভাইকিংসের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিপিএল শুরুর আগে থেকেই আশরাফুলের ফিটনেস নিয়ে আগে থেকেই সন্তুষ্ট ছিলেন না সাবেক অধিনায়ক নান্নু। 

বিপিএলে সুযোগ কম পাওয়ার প্রসঙ্গে আশরাফুল বলেন,'বিপিএলটা অতটা ভালো হয়নি। সুযোগ আমি একটু কম পেয়েছি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর আসলে ড্রপ হয়ে যাওয়াটা একটু হতাশই ছিলাম। বিসিএলটা ভালো হয়েছিল। বিপিএলটা যদি সুযোগ পেতাম তাহলে ভালো খেলার সম্ভাবনা থাকত,' । 

এখন বিপিএলের ব্যথা ভুলে ডিপিএল নিয়ে ভাবছেন আশরাফুল। চলতি আসরে নতুন ঠিকানা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামবেন তিনি। 

Bootstrap Image Preview