Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিসিআই-গাঙ্গুলিকে একহাত দিলেন জাভেদ মিয়াঁদাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৫ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪১ PM

bdmorning Image Preview


আসন্ন বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কারের চর্চার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে একহাত নিলেন জাভেদ মিয়াঁদাদ। বিসিসিআইয়ের এই জাতীয় ভাবনাকে শিশুসুলভ ও বোকার মতো বলে চিহ্নিত করেছেন তিনি।

পুলওয়ামা কাণ্ডের পর বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা বয়কট করা উচিত, বিভিন্ন মহল থেকে দাবি উঠছে। কেউ কেউ বলেছেন বিশ্বকাপ থেকে পাকিস্তানকেই ছেঁটে ফেলা হোক, এমন দাবি যেন আইসিসি-র কাছে করে বিসিসিআই। মিয়াঁদাদ এই প্রসঙ্গে বলেছেন, 'বিসিসিআইয়ের কথা আইসিসি শুনবে?‌ কোনও সম্ভাবনাই নেই। কেন শুনতে যাবে এই বোকা বোকা দাবি?‌ আইসিসি তো আর ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়। আইসিসির সংবিধানেই আয়োজিত ইভেন্টে অংশগ্রহণের অধিকার রয়েছে সদস্যদের।”

প্রসঙ্গত, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, শুধু ক্রিকেট নয় পাকিস্তানকে সব ক্ষেত্রেই বয়কট করা উচিত। গাঙ্গুলির এমন মন্তব্যে তাকেও একহাত দিয়েছেন মিয়াদাদ। তিনি বলেন, '‌মনে হয়, সৌরভ রাজনীতিতে নামবে!‌ না হয়, মুখ্যমন্ত্রী হতে চায়। যা বলছে, সবটাই প্রচারসর্বস্য!‌ দেশের মানুষের দৃষ্টি আকর্ষণের কৌশল।'‌

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন মিয়াদাদ। যে কৃতিত্ব বিশ্ব ক্রিকেটে রয়েছে শুধুমাত্র শচীন টেন্ডুলকারের। 

Bootstrap Image Preview