Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কটরেল-হেটমায়ার তান্ডবে সমতা ফেরালো উইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৭ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৪৭ PM

bdmorning Image Preview


দেশের হয়ে শেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার ঝড়ো ১৩৫ রান সত্বেও জয়ের মুখ দেখতে পেরেছিল না ওয়েষ্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই গেইলের মুখে হাসি ফোটানো হোন্ডার হটেমায়ার কটরেলরা। ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানের জয়ে দ্বিতীয় ম্যাচে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে গেইল আর জন ক্যাম্পবেলের ব্যাটে ঝড় ওঠার ইঙ্গিত মিলেছিল। এই জুটিতে ৬১ রান তোলার পর ব্যাক্তিগত ২৩ রানে আউট হয়ে যান ক্যাম্পবেল। তবে গেইল ঠিকই এদিন নিজের অর্ধশতক পূরণ। করেন। ৬৩ বল থেকে ৫১ রানের ইনিংস খেলে আদিল রশিদের বলে বোল্ড হয়। তার ইনিংসটি ১টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল। 

সাই হোপ আউট হন ৩৩ রানে। ড্যারেন ব্র্যাভো করেন ২৫ রান। এরপর মাঠে ঝড় তোলেন মূলতঃ হেটমায়ার। টেলএন্ডারের সঙ্গে নিয়ে ৮৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে দলকে বড় লক্ষ্যে পাইয়ে দেন তিনি। নির্ধারীত ৫০ ওভরে শেষে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে মার্ক উড, লিয়াম প্লাঙ্কেট, বেন স্টোকস এবং আদিল রশিদ নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে ১৪ বল বাকি থাকতেই ২৬৩ রানে অল আউট হয় ইংল্যান্ড। দলীয় ১ রানের মাথায় ওপেনার জেসন রয়কে বোল্ড করে ফেরান কটরেল। দলীয় ১০ রানে যেতেই আরেক ওপেনার জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন কটরেলই। ইনিংসের শুরুতে এমন ধাক্কা কাটিয়ে শেষপর্যন্ত লক্ষে পৌঁছতে পারেনি ইংলিশরা। দলটির হয়ে বেন স্টোকস ৮৫ বলে ৭ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলতে সক্ষম হয়েছেন। এছাড়া অধিনায়ক উইয়ন মরগান ৭০, জো রুট ৩৬ ও জশ বাটলারের ৩৪ রান করেন।

মূলত হেটমায়ারের পর ক্যারিবিয়ানদের জয়ের রাস্থাটা তৈরি করে দেন শেনডন কটরেল। ৯ ওভারে ৪৬ রান দিয়ে তিনি একাই নেন ৫ উইকেট। এছাড়া ৩টি উইকেট নেন অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ সেরা নির্বাচিত হন মিরমন হেটমায়ার।

Bootstrap Image Preview