Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, জুন ২০১৯ | ৬ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

গোলাপি ডিম নিয়ে ভারতে হইচই!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM
আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


গোলাপি রংয়ের ডিম নিয়ে ভারতের দক্ষিণ ২৪ পরগনায় চলছে হইচই।

শুক্রবার গোলাপি ডিম দেখতে উৎসাহী মানুষের ভিড় জমে যায় কাটোয়ার ৫ নম্বর ওয়ার্ডের আলোক রায়ের বাড়িতে।

জানা যায়, সিদ্ধ করার পরই রবারের মতো লাগছিল ডিমটিকে। খোসা ছাড়াতেই ডিমের রং গোলাপি দেখা যায়! খবরটি ছড়িয়ে পড়তেই অদ্ভূত দর্শন ডিম দেখতে ভিড় জমে যায় অলোক রায়ের বাড়িতেও। এদিকে ডিম বিক্রেতারও খোঁজ মিলছে না। শেষপর্যন্ত ‘গোলাপি ডিম’টি নিয়ে যাওয়া হয় কাটোয়ায় পশু হাসপাতালে।

হাসপাতালটির চিকিৎসক হেমন্ত মণ্ডল বলেন, সম্ভবত কোনো রাসায়নিক পদার্থ খেয়ে ফেলেছিল ওই হাঁসটি। তাই ডিমের রঙও গোলাপি হয়ে গেছে। তবে পরীক্ষা না করে নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না। ডিমটি পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। তবে কারণ যাই হোক না কেন, এমন অদ্ভূত দর্শন নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে শহরটিতে।

উল্লেখ্য, কাকদ্বীপে মাস তিনেক আগে বিশাল আকৃতির ডিম নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবার গোলাপি রংয়ের ডিম নিয়ে চলছে আলোচনা। অদ্ভুত এই ডিম প্রথম দেখেন কাটোয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রাবণী রায়।

Bootstrap Image Preview