Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ইংল্যান্ডের বিপক্ষে ২৩টি ছক্কা মারলেন গেইলরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ১৩৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। ক্যারিয়ারের ২৪তম এই সেঞ্চুরি করতে ১২টি ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবিয়ান এই দানব। শুধু তাই নয় তাঁর এক ডজন ছক্কার উপর ভর করে ওয়ানডে ক্রিকেটে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লো ওয়েস্ট ইন্ডিজ।

গতরাতে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের ইনিংসে ২৩টি ছক্কা মারেন ক্যারিবীয় বাটসম্যানরা।

ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার আগের রেকর্ডটি ছিলো নিউজিল্যান্ডের। ২০১৪ সালে কুইন্সল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২টি ছক্কা মেরেছিলো কিউই ব্যাটসম্যানরা। ঐ ম্যাচে ২২টি ছক্কায় ৪ উইকেটে ২৮৩ রান করেছিলো নিউজিল্যান্ড। জেমস এন্ডারসন ৬টি চার ও ১৪টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ১৩১ রান করেন। ম্যাচটি ১৫৯ রানে জিতেছিলো কিউইরা।

Bootstrap Image Preview