Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদি আমার বড় ভাই: যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৩ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের পর ভারতে এসেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ বুধবার বেলা ১২টার দিকে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় সালমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বড় ভাই হিসেবে সম্বোধন করেন।

যুবরাজের অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যুবরাজ সালমান অনুষ্ঠানের এক পর্যায়ে মোদিকে ‘হ্যালো ব্রাদার’ বলে সম্বোধন করেন। এ সময় তিনি আরও বলেন, ‘ আমি মোদিকে সম্মান করি। তিনি আমার বড় ভাই আর আমি তার ছোট ভাইয়ের মতো। আমি উনার খুবই মুগ্ধ।’

সালমান আরও বলেন, ‘ভারত আমাদের বন্ধু। উভয় দেশের স্বার্থে আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই আমি। গত ৭০ বছর ধরে সৌদি আরবকে গড়ে তুলতে ভারতীয়দের অবদান অবিস্মরণীয়।’

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে দিল্লির বিমানবন্দরে পৌঁছান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় যুবরাজকে উষ্ণ সংবর্ধনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Bootstrap Image Preview