Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের গবেষণার অর্থ কোথায়?

আসিফ আল-মামুন, জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:২১ PM
আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করতে হয়। এজন্য গবেষণা জার্নালে বিশেষ করে পিয়ার রিভিয়্যুড জার্নালে প্রবেশাধিকার থাকা অত্যাবশ্যক। তাই বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরেই jstor.org এবং muise.jhu.edu ডাটাবেজ দুটির প্রবেশাধিকার দিয়ে আসছিল। কিন্তু বর্তমানে অর্থের অভাবে সাবস্ক্রিপশন বন্ধ করে দেয়ায় বিগত কয়েকমাস ধরে কেউ এই ডাটাবেজগুলোতে প্রবেশ করতে পারছে না।  

এতে করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক গবেষণার কাজ প্রায় স্থগিত হয়ে পড়েছে বলে মনে করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমস্যাটি দ্রুত সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রকাশিত জার্নালে শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব ডাটাবেজ তৈরির উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একসময় কেন্দ্রীয় গ্রন্থাগারে দেশি-বিদেশি বিভিন্ন জার্নালের কপি রাখা হতো। দীঘদিন যাবৎ তা বন্ধ আছে। এদিকে অধিক সমৃদ্ধ জার্নালসমূহের হার্ড কপির গ্রাহকশীপ বন্ধ করে দেয়ায় সেসব জার্নালের মূল্য অধিকাংশ গবেষক শিক্ষার্থী ও শিক্ষাকদের আয়ত্তের বাইরে পড়ে যায়।

ফলে বিশ্ববিদ্যালয়ের পাঠ ও গবেষণা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক- শিক্ষার্থীদের জার্নাল পড়া ও ডাউনলোড করার প্রধানতম মাধ্যম ছিল ww.jstor.org I muise.jhu.edu ডাটাবেজ দু'টি।

বিশ্ববিদ্যালয় কতৃক এই ডাটাবেজগুলোর সাবস্ক্রিপশন করা থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাজে যে ওয়াইফাই এবং যে আইপি এড্রেস ব্যবহার করা হয় তাঁর মাধ্যমে শিক্ষক- শিক্ষার্থীরা সহজেই ডাটাবেইজগুলোতে প্রবেশ করতে পারতেন। কিন্তু অর্থের অভাবে সাবস্ক্রিপশন বন্ধ করে দেয়া এবং রিনিউ না করায় কয়েকমাস ধরে কেউ এই ডাটাবেজগুলিতে প্রবেশ করতে পারছেন না।

এতে করে বিভাগগুলোর শিক্ষক- শিক্ষার্থীদের আন্তঃশাস্ত্রীয় জ্ঞানচর্চার দ্বার ব্যাহত হচ্ছে। 

 

Bootstrap Image Preview