Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ‘মুক্তির সূচনা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বায়ান্নর মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ‘মুক্তির সূচনা’ বিষয়ক শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) এ প্রদর্শনী শেষ হবে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘শিল্পযাত্রা’ আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।

আয়োজক সূত্রে জানা যায়, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের জন্য পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালীদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। এক বাঙালীকে পাকিস্তানী সেনারা হত্যা করার পর মৃতদেহটি টেনে হিঁচড়ে ব্যারাকের দিকে নিয়ে যাচ্ছে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানীদের বর্বরতার এমনই সব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ‘নির্মম ত্যাগ ও ভাষা’ নামের একটি শিল্পকর্মে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আহনাফ আবিদের শিল্পকর্ম এটি। এতে অনুষদের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার বলেন, আমি অনেক শিল্পকর্ম প্রদর্শনী দেখেছি কিন্তু এদের প্রদর্শনীটি একটু ভিন্ন। প্রতিটি শিল্পকর্মই একুশে নির্ভর। একাডেমিক শিক্ষার বাইরে তাদের এ শিল্পকর্মগুলোতে নতুনত্বের ছাপ রয়েছে। মাতৃভাষার জন্য যে আন্দোলন হয়েছিল শিল্পকর্মগুলোতে ঠিক তার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এস এম জাহিদ হোসেন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী প্রমুখ।    

 

Bootstrap Image Preview