Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩২ বছর বয়সে সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন টাইগার দলের এই পেস বোলার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview


মাত্র ৩২ বছর বয়সেই সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় রবিউল ইসলাম দেশের জার্সি বেশি দিন গায়ে জড়াতে পারেননি এই ডান হাতি পেসার। সাদা পোশাকে খেলেছেন মাত্র নয়টি টেস্ট ম্যাচ। উইকেট নিয়েছেন ২৫টি। 

২০১০ সালে টেস্ট অভিষেকের পর তাঁর ক্যারিয়ারের বড় অর্জন ছিলো বিদেশের মাটিতে  প্রথম কোনো টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ হওয়া। ২০১৩ সালের ১৭ এপ্রিল হারারেতে অনুষ্ঠিত প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে  ১৭ উইকেটের মধ্যে তিনি একাই ৯ উইকেট শিকার করেছিলেন। 

শুধু তাই নয়,জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজে প্রথম বাংলাদেশি পেস বোলার হিসেবে টেস্ট সিরিজে শতাধিক ওভার বোলিং করার সক্ষমতা দেখান তিনি।

রঙিন পোশাকে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। সাফল্যর ঝুড়িতে আছে মাত্র ধু উইকেট। আর একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কিন্তু কোন উইকেট পাননি। 
 

Bootstrap Image Preview