Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণ বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ উৎসব

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৫ PM
আপডেট: ১৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিলো সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় একাডেমিক ভবনের সামনে থেকে বসন্ত বরণ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

‘ওরে দীপবাসী’ গানের সাথে নৃত্যের তালে তালে এক ঝাঁক শিক্ষার্থী নেতৃত্ব দেয় র‍্যালিতে। এসময় গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলীসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমবেত কণ্ঠে ‘বসন্ত এসে গেছে’ সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। সারাদিনব্যাপী শিক্ষক শিক্ষার্থীদের একক সঙ্গীত, নৃত্য ও দোতারার সুর মোহিত করে রাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনা ছাড়াও অনুষ্ঠানের শুরুতে উপাচার্য, রেজিস্ট্রার, ডীনগণ ও পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যতিক্রমধর্মী পরিবেশনায় আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview