Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview


জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতীয় কর্তৃপক্ষ।  

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পক্ষ থেকে পাকিস্তানে কূটনৈতিক নোটিশ দিয়ে ইসলামাবাদে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বিষয়টি ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভিত্তিক জায়েস-ই-মোহাম্মদ হামলার দায়িত্ব স্বীকার করে বলে আত্মঘাতী বোমা হামলায় ভারতের সিআরপিএফের বহন করা বাসে হামলা চালিয়েছে।

সূত্রটি জানায়, ভারতীয় পররাষ্ট্র সচিব বিজয় গোখাল পাকিস্তানের রাষ্ট্রদূত সোহায়েল মাহমুদকে পুলওয়ামার সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের খুব শক্তিশালী রাজনৈতিক পদক্ষেপের জন্য বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এটি জারি করে।পাশাপাশি এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাকিস্তান।

এর আগে বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির বিশেষায়িত বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) বহন করা একটি গাড়িতে জঙ্গিদের বোমা বিস্ফোরণে ৪৯ জন জওয়ান নিহত হয়েছেন। ওই বাসটিতে ৫৪ ব্যাটালিয়ন সিআরপিএফ জওয়ানরা ছিল।

প্রতিবেদনে বলা হয়, আইইডির বিস্ফোরণের পর শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়।

সিআরপিএফের অপারেশন আইজি জুলফিকার হাসান বলেন, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ৭০টি যানবহন ছিল। এর মধ্যে একটিতে হামলা করা হয়। সন্ত্রাসী হামলার ঘটনায় কাশ্মীর পুলিশ তদন্ত শুরু করেছে। 

Bootstrap Image Preview