Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গাদের সহায়তায় ৯২০ মিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৫ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চলতি বছরের জন্য ৯২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ। জাতিসংঘ এজেন্সিগুলো এবং এনজিও সহযোগীরা রোহিঙ্গাদের জন্য যৌথ রেসপন্স প্ল্যান ঘোষণা করেছে। নতুন পরিকল্পনায় জাতিসংঘ সংস্থাগুলোসহ মোট ১৩২ সংস্থা কাজ করবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘ শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা এবং প্রায় সাড়ে তিন লাখ স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য ২০১৯ সালে এই ৯২০ মিলিয়ন ডলার খরচ হবে।

গত বছর জাতিসংঘের পক্ষ থেকে এই কর্মসূচির জন্য ৯৫০ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে পাওয়া গিয়েছিল ৬৫৫ মিলিয়ন ডলার। আর এ বছরের সহায়তার অর্ধেকের বেশি খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন, বাসস্থানের জন্য বরাদ্দ করা হবে। বাকি অর্থ স্বাস্থ্য, ক্যাম্প ব্যবস্থাপনা ইত্যাদি খাতে ব্যয় হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ এর আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচানোর জন্য মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকে দুই লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করে আসছে।

Bootstrap Image Preview