Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, আগষ্ট ২০১৯ | ৭ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০০ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন।

সোমবার দেশটির এশীয় অংশের পার্শ্ববর্তী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এঘটনায় বেসামরিক লোকজন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রদেশের গভর্নর আলী ইরলিকিয়া বলেন, একটি আবাসিক ভবনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। টেলিভিশনের ছবিতে ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে ও সেখানে অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। এঘটনায় অন্য সেনাদের কোনো ক্ষতি হয়নি। 

হেলিকপ্টার বিধ্বস্তের কারণও জানা যায়নি। এ ঘটনায় ইস্তানবুলের সরকারি কৌঁসুলি একটি তদন্ত শুরু করেছেন বলেও তিনি জানান।

এর আগে গত বছরের নভেম্বরে শহরটিতে আরেকটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছিলেন। বিমানটি একটি চার তলা ভবনকে ধাক্কা দিয়ে বিধ্বস্ত হয়েছিল।

Bootstrap Image Preview