Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরুর জন্য চালু হল ডেটিং অ্যাপ ‘মো লাভ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview


ইন্টারনেটে দুনিয়ায় এবার গরুর জন্য চালু হল ডেটিং অ্যাপ। মিলনের জন্য আগ্রহী গাভী ও ষাড় এখন সঙ্গী খুঁজে পাচ্ছে অ্যাপের সাহায্যে অ্যাপের নাম ‘মো লাভ’। সেখানে বয়স, লিঙ্গ সহ যাবতীয় তথ্য দিলেই খোঁজ মিলবে মনের মতো সঙ্গীর। 

গরুর জন্য অভিনব এই অ্যাপ প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের একটি সংস্থা। তাতে সোয়াইপ করলেই শোনা যায় গরুর ডাক। গোপালকদের প্রজননের জন্য উপযুক্ত গবাদি পশু খুঁজে বার করতে চালু হয়েছে এই অ্যাপ। কোনো প্রোফাইল ডান দিকে সোয়াইপ করলে সেটি ঢুকে যাবে আপনার পছন্দের তালিকায়। বাঁ দিকে সোয়াইপ করলে বাতিল।   

অ্যাপটির নির্মাতা জানিয়েছেন, কোনো এতটি নির্দিষ্ট প্রাণী বা প্রাণীর দলকে কেউ পছন্দ করলে সেটি সরাসরি কিনে ফেলতে পারবেন তারা। বা যোগাযোগ করতে পারবেন ওই প্রাণীগুলির পালকের সঙ্গে। 

এ বিষয় স্থানীয় গবাদি পশুপালকরা জানিয়েছেন, অনলাইনে প্রাণী বিক্রি করা অনেক সহজ। সহজেই প্রাণীর উপযুক্ত দোসর পাওয়া যায়। সেক্ষেত্রে খোঁজাখুঁজি করার ঝামেলা পোহাতে হয় না।

Bootstrap Image Preview