Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা বর্ষণে বন্যার কবলে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্কঃ
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৩১ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:০৫ PM

bdmorning Image Preview


টানা বর্ষণের ফলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের টাউন্সভিলি শহর। গত কয়েকদিনের টানা বর্ষণের পর সেখানকার একটি বাঁধের দরজা সম্পূর্ণ খুলে দেয়া হলে এ বন্যার সৃষ্টি হয়েছে। এতে করে ঝুঁকিতে থাকা ২০ হাজার ঘরবাড়ি বন্যার কবলে পড়ে পানির নিচে তলিয়ে যেতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলেছে, বাঁধের সব দরজা খুলে দেয়ার ফলে যে পরিস্থিতির তৈরি হয়েছে তাতে করে মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়েছে। এছাড়াও অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যটির উপকূলীয় এই শহরটিতে বন্যার কারণে গাড়ি ও পশুপাখি ভেসে যেতে দেখা যাচ্ছে।

দেশটির আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ১ হাজার ৯০০ কিউবিক মিটার পানি শহরটিতে প্রবেশ করছে। যার ফলে মারাত্মক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। গত এক সপ্তাহে শহরটিতে এক মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে।

আবহাওয়া ব্যুরোর পক্ষ থেকে দেশটির নাগরিকদের উদ্দেশে বলা হচ্ছে, নিয়মিত বিরতিতে খুব দ্রুতই এ পরিস্থিতি বদলে যেতে পারে। তাই জরুরি সেবা ও পূর্বাভাস পেতে সবসময় আমাদের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে হালনাগাদ তথ্য ও পরামর্শ দেব।

Bootstrap Image Preview