Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গত বছরে জাতিসংঘের ২৬ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর দুর্বৃত্তদের হামলায় জাতিসংঘের অন্তত ২৬ জন শান্তিরক্ষী ও আটজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এই হতাহতের সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এবং ২০১৭ সালের চেয়ে অর্ধেকেরও কম।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের স্টাফ ইউনিয়নে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য তুলে ধরেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সাল থেকে দুর্বৃত্তদের হামলায় জাতিসংঘের কমপক্ষে ৩৪৪ জন কর্মী নিহত হয়েছেন।

গত বছর মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সর্বোচ্চ ১১ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যার দিক দিয়ে এরপর রয়েছে রিপাবলিক অব কঙ্গো। সেখানে আটজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সাতজন শান্তিরক্ষী নিহত হন।

জাতিসংঘের স্টাফ ইউনিয়নের সভাপতি বিবি শরিফা খান বলেন, জাতিসংঘের কর্মীরা বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থানে কাজ করে। যখন জাতিসংঘ সংঘাতময় অঞ্চলে কাজ করার জন্য তার কর্মীদের পাঠায় তখন সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে এটি নিশ্চিত করতে হবে যে, প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা হয়েছে এবং যারা আমাদের সহকর্মীদের ওপর আক্রমণ করে তাদের বিচার করা হবে।

Bootstrap Image Preview