Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় আন্তর্জাতিক শাওলীন কুংফু প্রতিযোগিতা শুরু মে মাসে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:২০ PM

bdmorning Image Preview


চলতি বছরের ১০ হতে ১২ মে বাংলাদেশ-চীন উশু (কুংফু) ফেডারেশনের তত্ত্বাবধানে 'আন্তর্জাতিক শাওলীন কুংফু প্রতিযোগিতা' ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ১২টি একাডেমি ও অ্যাসোসিয়েশন এতে অংশ নিবে বলে জানা গেছে।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

১৯৭৮ সালে কাজী নজরুল ইসলাম মন্টু রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডে শাওলীন কুংফু একাডেমি বাংলাদেশে প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত তার তত্ত্বাবধানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী কুংফুু প্রশিক্ষণ নিয়েছেন।

১৯৯২ সালে তিনি বাংলাদেশ-চীন উশু (কুংফু) ফেডারেশন প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে তার দেশ ত্যাগের পর মো. রেজাউল করিম সাদি রাজধানীর কলাবাগান, নরসিংদী ও নওগাঁও প্রশিক্ষণ দিয়ে আসছেন।

বাংলাদেশে অংশগ্রহণকারীদের www. wu-linkungfubd.com এই ঠিকানায় যোগাযোগের আহ্বান করা হয়েছে।

Bootstrap Image Preview