Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিটাগংকে ১৫৮ রানের টার্গেট দিলো রাজশাহী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৩:০৭ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস।প্রথমে  টসে হেরে আগে  ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে রাজশাহী কিংস। জয়ের জন্য চিটাগংয়ের ১৫৮ রান দরকার।

রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৫৭/৫
ইভান্স(৭৪), সৌম্য(৩),মার্শাল(১), ডেস্কট(২৮), জাকির(৫), মিরাজ(১০)*,জঙ্কের(৩৬)*।

উইকেট নিয়েছেনঃ খালেদ(২), সানজামুল(১), রাহী(১),ফ্রাইলিংক(১)।

৬ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে মুশফিকের চিটাগং ভাইকিংস। অন্যদিকে ৭ ম্যাচে ৪ জয় নিয়ে ৫ম স্থানে আছে মিরাজের রাজশাহী কিংস। সেরা চারে টিকে থাকতে হলে আজকের জয়টা মিরাজের বেশি দরকার।

রাজশাহী কিংসঃ মিরাজ, মোস্তাফিজুর, জাকির, সৌম্য, আরাফাত, রাব্বী, মার্শাল, কাইস, জঙ্কের, ইভান্স, ডেস্কট।
চিটাগং ভাইকিংসঃ শেহজাদ, ডেলপোর্ট, মোসাদ্দেক, ফ্রাইলিংক, সানজামুল, নাঈম, রাহী, খালেদ, ইয়াসির, জাদরান ও মুশফিক।

Bootstrap Image Preview