Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনলাইনে এল প্লাস্টিকের বোতলের তৈরি স্যান্ডেল, দাম ১৪০০ টাকা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ব্যবহৃত পুরনো জিনিসপত্র ফেলে দেওয়ার স্বভাব আছে? তা হলে আরও একবার ভাবুন। কারও ফেলে দেওয়া জিনিসপত্রই কারও কাছে দামি ব্যবহার সামগ্রী হয়ে দাঁড়াতে পারে। দরকার শুধু একটু কল্পনাশক্তি এবং প্রয়োগ ক্ষমতার। 

সেই কথাই প্রমাণ করলেন নিউজিল্যান্ডের এক মহিলা। আর এর ফলেই সোশ্যাল মিডিয়ায় এখন পরিচিত মুখ ব্যাথিসরাস। ব্যবহৃত প্লাস্টিকের বোতল থেকে পায়ের স্যান্ডেল তৈরি করে তাক লাগিয়ে দিলেন ব্যাথিসরাস। 

নিজস্ব একটি প্রোজেক্টের কাজ করতে গিয়েই এই সরল আবিষ্কারটি করে বসেছেন তিনি। দু’টি প্লাস্টিকের বোতলের মধ্যে জুতোর স্ট্র্যাপ লাগিয়ে দিব্যি পায়ে পরার চটি আবিষ্কার করে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, অনলাইনে বেশ দামও হেঁকেছেন তিনি। টাকার হিসাবে ১৪০০ টাকা দাম পড়বে এই স্যান্ডেলটি কিনতে গেলে।

এই স্যান্ডেল জোড়ার ছবি অনলাইনে পোস্ট হতেই রীতিমতো সাড়া পড়ে গেছে। ব্যাথিসরাস'র উদ্ভাবন ক্ষমতার প্রশংসা করে আসতে থাকে একের পর এক কমেন্ট। তবে চড়া দামের জন্য কেউ কেউ এতে নামি ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছেন না বলে কটাক্ষও করতে ছাড়েননি।

Bootstrap Image Preview