Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাতার যাচ্ছেন ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০১:৪৪ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০১:৪৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ২ দিনের সফরে দেশটিতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এতে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, ইমরান খান কাতারে শ্রমিক রফতানির বিষয়েও কথা বলবেন।

গত বছরের ডিসেম্বরে ইসলামাবাদে একটি ভিসা সেন্টার খোলে কাতার। যেসব পাকিস্তানি কাতারে গিয়ে কাজ করতে চান, তাদের ভিসা প্রক্রিয়ার জন্যই তখন এটি খোলা হয়েছিল।

এ ছাড়া পাকিস্তানিদের জন্য এক লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে কাতার।

সৌদি আরব থেকে ফেরত আসা দক্ষ শ্রমিকদের নিয়ে কাতার সরকারের সঙ্গে পাকিস্তানের আলোচনাও চলছে।

Bootstrap Image Preview