Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে লালমনিরহাটের ইরি-বোরো বীজতলা

লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview


গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় লালমনিরহাটের ৫ উপজেলার ইরি-বোরো ধানের বীজতলাগুলো কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পড়ছে। বৈরী আবহাওয়ার কারণে বীজতলার চারাগুলোতে লালচে রঙ ধরেছে। পাশাপাশি দেখা দিয়েছে পচন রোগ। এতে জেলার হাজার হাজার কৃষক বিপাকে পড়েছেন।

কৃষি বিভাগ দাবি করেছে, বীজতলার এ ক্ষতিতে জেলার ইরি-বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে খুব একটা প্রভাব ফেলবে না।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী গ্রামের কৃষক সফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের কারণে তার ইরি-বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে। চারাগুলো লালচে হয়ে পোঁচে নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি জানান, ওষুধ প্রয়োগ করেও তেমন সফলতা হচ্ছে না। কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বীজতলায় বাড়তি পানি দিয়েও তেমন ফল পাওয়া যাচ্ছে না। শীত এভাবে পড়তে থাকলে অধিকাংশ চারা নষ্ট হয়ে যাবে।

লালমনিরহাট কৃষি বিভাগের উপ-পরিচালক বিধু ভুষন রায় জানান, বর্তমানে তাপমাত্রা কিছুটা কম থাকার কারণে কিছু কিছু বীজতলায় কোল্ড ইনজুরি দেখা দিতে পারে। তবে আশঙ্কার কারণ নেই। এসব সমস্যায় আমরা কৃষকদের বীজতলায় পানি দেওয়ার জন্য এবং যে সব জায়গায় কোল্ড ইনজুরি হচ্ছে সেসব জায়গায় ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছি। এতে বীজতলার লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না।

Bootstrap Image Preview