Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলে সেজে সেলুনে দুই বোন!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাবা গুরুতর অসুস্থ হওয়ার পর পরই সংসারের দায়িত্ব এসে পড়ে তাদের কাঁধে। উপায় না দেখে সংসারের হাল ধরতে ছেলের সাজে সেলুনেই কাজ করেন তারা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে।

ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, সেলুনে কাজ করা ওই দুই বোনের একজন হলেন জ্যোতি কুমারী (১৮) ও আরেকজন নেহাতে (১৬)। সম্প্রতি ভারত সরকার তাদের সম্মানিত করেছে।

ওই দুই বোন জানান, মেয়েরূপে ছেলেদের দাড়ি বা চুল কামানোর সময় অনেকেই অস্বস্তি বোধ করতো। এমনকি ভালো ব্যবহারও করতো না। এর পরই নিজেদের চেহারা পরিবর্তনের সিদ্ধান্ত নেন তারা।

পরে ছেলেদের মতো ছোট করে চুল কেটে, হাতে রূপোর বালা পরে নিজেদের নাম রেখেছেন দীপক ও রাজু। তবে গ্রামের অনেকেই তাদের আসল পরিচয় জানেন। সেলুনে তারা প্রতিদিন গড়ে ৪০০ টাকার মতো রোজগার করেন বলেও জানান জ্যোতি ও নেহাতে।

কাজে নেমে বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দুই বোনকে। যদিও সে সবে কান না দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। একই সঙ্গে দুই বোন পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। জ্যোতি গ্র্যাজুয়েট। নেহাও স্কুলে পড়ে।

Bootstrap Image Preview