Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেক্সিকোতে তেলের পাইপলাইন বিস্ফোরণ, অন্তত ২০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৬:৪০ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৬:৪০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মেক্সিকোয় তেলের পরিত্যাক্ত পাইপলাইন বিস্ফোরণে নিহত অন্তত ২০ জন। দেশটির হিদালগো প্রদেশের তেল শোধনাগারের একটি অব্যবহৃত পাইপলাইন থেকে তেল সংগ্রহকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৭১ জন আহত হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর ওমার ফায়াদ।

হিদালগোর পাইপলাইন থেকে প্রায়ই তেল চুরি হয় যা দেশটির মারাত্মক ক্ষতির কারণ। তেল চোররা সুবিধার জন্য শুক্রবার পাইপলাইনটি ভেঙ্গে ফেললে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং চারদিকে তেল ছড়িয়ে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শুক্রবার রাতে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় এই এলাকায় বিস্ফোরণে পর আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে।

বিস্ফোরণে আহত ও অগ্নিদগ্ধদের চিকিৎসায় ঘটনাস্থলে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ও চিকিৎসক পাঠানো হয়েছে বলে গভর্নরের দফতর থেকে জানানো হয়েছে। অনেকেই গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ফায়াদ আশঙ্কা প্রকাশ করেছেন।

পাইপলাইন থেকে তেল চুরি রোধে সম্প্রতি কঠোর নীতি নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদোর। তেল চুরির কারণে গত বছর দেশটি প্রায় ৩শ কোটি ডলার ক্ষতির সম্মুখিন হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

Bootstrap Image Preview