Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেকে ভাইরাল করতে ১২ তলা থেকে লাফ, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৭:২০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৭:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নিজেকে নিয়ে ভাইরাল ভিডিও বানানোর জন্য কেউ ১২ তলা থেকে লাফ দেবেন এটা ভাবা যায়! অবাক হলেও এমন কাণ্ড ঘটিয়েছেন নিকোলাই নাইদেব নামের এক যুবক।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বে অবস্থিত দেশ বাহামাস দ্বীপপুঞ্জে ঘটেছে এমন ঘটনা। যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে দল বেঁধে বাহামাসে বেড়াতে যান নিকোলাই নাইদেব। যে ক্রুজে করে তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন তার ১২ তলা থেকে সমুদ্রের জলে লাফ দেন বলে অভিযোগ সেই ক্রুজটির কর্মকর্তাদের। নিকোলাই যখন লাফ দিচ্ছিলেন, তখন পেছন থেকে নাকি তার বন্ধুদের তাকে উৎসাহ দিতেও দেখা যায়।

অবশ্য নিকোলাই নামের ওই যুবক বলেছেন, মাতাল অবস্থাতে এমনটা করেছেন তিনি। যদিও তার এমন কাজে বা বক্তব্যে একদমই খুশি হয়নি ক্যারিবিয়ান রয়্যাল ক্রুজ সংস্থা। নিজেদের ক্রুজের সব রকম সুযোগ-সুবিধা থেকে তারা নিষিদ্ধ করেছে নিকোলাইকে।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়লে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যায়। কেউ কেউ তাকে ‘চূড়ান্ত পাগল’ বলেও অভিহিত করেন। আবার অনেকে বলেন, ‘এটি মৃত্যুকে কাছে ডেকে আনার ঘটনা ছাড়া আর কিছুই নয়।’

Bootstrap Image Preview