Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ায় দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ায় দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক টিভি চ্যানেল আরটি নিউজ। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে সে বিষয়ে সংবাদমাধ্যমে কিছু জানানো হয়নি।

জাপান সাগরের ওপর দিয়ে উড্ডয়নের সময় সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ দুর্ঘটনায় পাইলটরা বেঁচে আছেন না মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার আগে তারা বিমান থেকে নেমে পরেছিলেন।

দেশটির সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ট্রেইনিং ফ্লাইট চলাকালে দুর্ঘটনাটি ঘটে। তবে বিমান দুটি কোনো ধরনের অস্ত্র ছিল না। পাইলটদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে এন-১২ বিমান ও দুটি এমআই-৮ হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে

Bootstrap Image Preview