Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ জন্মস্থানে মোহম্মদ আলির জন্মবার্ষিকীতে অনন্য সম্মাননা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


১৭ জানুয়ারি বৃহস্পতিবার কিংবদন্তি বক্সার মোহম্মদ আলির ৭৭তদ জন্মবার্ষিকী ছিল। দীর্ঘদিন ধরে পার্কিনসন রোগে আক্রান্ত থাকার পর বছর চারেক আগে মারা যান মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সিং কিংবদন্তি। কিন্তু তাঁকে যে তাঁর জন্মস্থান লুইভিল এখনও ভোলেনি, সেটাই তারা প্রমাণ করে গেল। ১৭ জানুয়ারি মোহম্মদ আলির জন্মদিন। আর এমন শুভ দিনে কিংবদন্তি বক্সারকে বড়সড় সম্মান জানাল তাঁর জন্মস্থান লুইভিলের প্রশাসন। 

লুইভিলে বিমানবন্দরের নাম রাখা হয়েছে মোহম্মদ আলির নামকরণ অনুযায়ী। জানিয়েছেন শহরটির মেয়র। ১৯৪২ সালে কেন্টাকি প্রদেশের লুইসভিলেতে জন্ম নেন বক্সিং কিংবদন্তি। লুইসভিলের নাম বিশ্ব মানচিত্রে তুলে ধরেন আলি। লুইভিলের মেয়র গ্রেগ ফিসার বলছিলেন, ''ওর জন্যই আমাদের এই জায়গাটার নামা সারা বিশ্বের মানুষ জেনেছেন। তাই ওনার জন্য কিছু একটা করার তাগিদ আমাদের মধ্যে বরাবর ছিল। এতদিন পর আমরা একটা উদ্যোগ নিতে পেরেছি। মোহম্মদ আলি আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। ওর মহাকাব্যিক লড়াই আমাদের সবার জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকবে। লুইভিলেতে অমর হয়ে থাকবেন আলি। বিশ্বজুড়ে মানুষের মুখে মুখে নেওয়া সবচেয়ে বেশি নামের একটি মোহম্মদ আলি। তিনি খেলাধূলা ছাড়া মানবতার বাণীও ছড়িয়েছিলেন বিশ্বজুড়ে। এমন মানুষের জন্য কিছু করতে পারাটা আমাদের কাছে গর্বের।''

জুন মাস থেকে কার্যকর করা হবে সিদ্ধান্ত। জানিয়েছেন ফিসার। গোটা মাস জুড়ে পুরো লুইসভিলেতে পালিত হবে 'আই অ্যাম আলি' উৎসব। 

Bootstrap Image Preview