Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজারে এসেছে ২৪ ক্যারেটের সোনায় মোড়া মিষ্টি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মিষ্টি না সোনা ! তা নিয়ে দ্বন্দ্ব হতেই পারে আপনার ৷ কারণ সোনার মত চকচকে এই মিষ্টি গুলো দেখতে তো সুন্দরই ৷ সেই সঙ্গে মিষ্টিগুলোর দাম শুনলে আপনি চমকে যাবেন ৷ প্রতি কেজি মিষ্টির দাম নয় হাজার রুপি! বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় সাড়ে দশ হাজার টাকা।

ভাবছেন গল্প? গল্প নয়, সত্যি! তবে এই মিষ্টি খেতে চাইলে যেতে হবে ভারতের গুজরাট রাজ্যের সুরাটের প্রিন্স মিঠাইওয়ালা দোকানে।

যার দাম ৯ হাজার রুপি প্রতি কেজি ৷ এই বিশেষ মিষ্টিটির নাম ‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক ৷’ ২৪ ক্যারেট সোনার রাঙতা দিয়ে তৈরি হয়েছে এই মিষ্টিটি ৷

দোকানের কাঁচের আলমারিতে সারি সারি দিয়ে সাজানো সোনার মিষ্টি ৷ দাম বেশি হলেও মিষ্টির দোকানে ভিড় কম নয়। বিক্রিও হয় প্রচুর।

এক ক্রেতা জানিয়েছেন, দোকানে ঢুকেই চমকে যাই ৷ এরপর বিক্রেতারাই আমাকে জানায়, রাখি উপলক্ষ্য এমন বিশেষ কিছু মিষ্টি তৈরি করা হয়েছে ৷ যা শরীরের জন্য খুবই উপকারি ৷

এই মিষ্টি প্রসঙ্গে দোকানের মালিক প্রিন্স মিঠাইওয়ালা জানান, ‘রাখি উপলক্ষ্যে এই বিশেষ মিষ্টি বানানো হয়েছে ৷ যে মিষ্টিটা পুরোটাই সোনার রাঙতা দিয়ে তৈরি করা হয়েছে ৷ রূপোর বদলে এখানে ব্যবহার করা হয়েছে সোনার রাঙতা ৷ কারণ সকলের মনেই একটা ধারণা রয়েছে যে, সোনা শরীরের পক্ষে খুব উপকারী ৷ সেই কারণেই সুরাতবাসীর কথা মাথায় রেখেই এই মিষ্টি তৈরি করা হয়েছে ৷ কারণ রাখীতে ভাইরাও চাইবে তাদের বোনেরা যেন সুস্থ থাকে ৷ সেই কারণেই তৈরি করা হয়েছে এই মিষ্টি ৷’

তবে, মিষ্টির দাম বেশি হলেও ৷ ক্রেতাদের মধ্যে উৎসাহ প্রবল ৷ কমবেশী ৷ যার যা সামর্থ রয়েছে ৷ সেই মতই কিনে নিচ্ছে এই সোনার মিষ্টি ৷

Bootstrap Image Preview