Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ কুকুর শাবক পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার দুই নার্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


১৬ কুকুর শাবককে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত দুই নার্সকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ২০১ এবং ৪২১ ধারায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মৌটুসি মণ্ডল এবং সোমা বর্মন। এ দুজনই ভারতে এনআরএস হাসপাতালে নার্সিং ট্রেনিং নিচ্ছিলেন।

সোমবার বিকেলে প্রকাশিত হওয়া ১৬ কুকুর শাবকের ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, এনআরএস হাসপাতাল চত্বরে ১৬টি কুকুর মারা গিয়েছে বেধড়ক মারে। মৃত কুকুর শাবকের ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষজন। নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে থেকে বলা হয়, দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এর পরেই ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় দুই নারী লাঠি দিয়ে পিটিয়ে মারছে কুকুর শাবকগুলিকে।

Bootstrap Image Preview