Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউরোপে তীব্র তুষারপাতে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইউরোপের কয়েকটি দেশে তুষারপাতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। ভারী তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে বলকান অঞ্চলের অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। অনেকস্থানে যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রেডক্রস জানিয়েছে, শুক্রবার দুপুরে বুলগেরিয়ার পিরিন পর্বতে দুজনের মরদেহ পাওয়া গেছে। জার্মানি ও অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধস হয়েছে। ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দরে ফ্লাইট বাতিল হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, জার্মানির মিউনিখে একজন গাড়িচালক নিহত হয়েছে। শুক্রবার ৬৬ কিশোরকে একটি পর্বতের গেস্টহাউস থেকে উদ্ধার করা হয়েছে।

সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলের একটি হোটেলে তুষারধসে তিন ব্যক্তি আহত হয়।

এদিকে আলবেনিয়ায় একটি ক্ষতিগ্রস্ত সাপ্লাই লাইন ঠিক করার সময় এক কর্মী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

এছাড়া সার্বিয়াসহ আরো কয়েকটি দেশ তীব্র তুষারপাতের কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview