Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০১৯ | ১১ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


ব্র্যাডম্যানের দেশে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অতীত। সিডনিতে শনিবার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ওয়ান ডে-তে অজিদের ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ সঙ্গে সঙ্গে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কোহালিও জানালেন, টসে জিতলে তিনিও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন।

শনিবার হার্দিকের বদলে দলে এসেছেন অম্বাতি রায়ুডু। টেস্টের পর ওয়ান ডে দলে রয়েছেন রবীন্দ্র জাডেজাও। টেস্ট সিরিজে জায়গা না পেলেও ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছেন ভুবেনেশ্বর কুমার।এ দিন ম্যাচের তৃতীয় ওভারেই অ্যারন ফিঞ্চকে ঠকিয়ে বোল্ড করলেন। সেই সঙ্গে নিজের ১০০তম ওডিআই উইকেটও তুলে নিলেন ভুবি।

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে।  অ্যালেক্স কেরি ২৪ এবং ফিঞ্চ ফিরে গেছেন ৬ রানে। ক্রিজে আছেন খোয়াজা ১৭ ও শন মার্শ ৯।

টিম অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (সি), অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), শন মার্শ, উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টাইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, নাথান লিয়ন, পিটার সিডল, জেসন বিয়ারহরফফ

টিম ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (সি), আম্বাতি রায়ডু, দিনেশ কার্তিক, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, ভুবনেশ্বর কুমার, খালীল আহমেদ

Bootstrap Image Preview